Status

নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস

নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস খুঁজছেন স্ট্যাটাস দেওয়ার জন্য। যদি খুঁজে থাকেন তবে এই আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব সেরা সকল নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস পাশপাশি ছবিও পাবেন যা আপনি ফেসবুকে স্ট্যাটাস হিসাবে দিতে পারবেন।

বর্তমানের এই ইন্টারনেটের যুগে সুখ, দুঃখ, কষ্ট ইত্যাদি অনেক কথা আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি বিশেষ করে ফেসবুকে। নতুন আরো একটি বছর এসে উপস্থিত। নতুন এ বছরকে কেন্দ্র করে কতো আয়োজন আমাদের মধ্যে। তবে এসকল আয়োজনের মধ্যে একটি বিষয় কমন যে, আমরা প্রায় সকলেই নতুন বছরকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিব।

আরো পড়ুনঃ

নতুন বছরের ফেসবুক স্ট্যাটাসটি একটু সুন্দর করে পোস্ট করলে সেটি সকলের নিকট একটু আকর্ষনীয় হবে। আমাদের এই আর্টিকেলে এমনি সকল আকর্ষনীয় নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস পাবেন। তাহলে চলুন দেরী না করে স্ট্যাটাসগুলো দেখে নেওয়া যাক।

নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস

ধারাবাহিকভাবে নতুন বছরের ফেসবুক স্ট্যাটাসগুলো নিম্নে দিয়ে দিলাম। যে স্ট্যাটাসটি আপনার ভালো লাগে সেটি করে নিয়ে ফেসবুক এ পোস্ট করতে পারেন। সবগুলো স্ট্যাটাস অনেক সুন্দর সুন্দর। একে একে দেখে পছন্দের স্ট্যাটাসটি বেছে নিন।

  • আগের সব কষ্ট , করে ফেল নষ্ট। নতুন দিনে সবার প্রাণে, কেউ রেখনা দুঃখ মনে। শুভ হোক নতুন দিন, খুশি থাকো সারা দিন।
  • আমার সাথে প্রেম, শান্তি এবং আনন্দের দেখা হয়েছিল। তারা চিরকালের মতন থাকার জন্যে একটা জায়গা খুঁজছিল। আমি তাদেরকে তোমার ঠিকানা দিয়ে দিয়েছি। আশা করি তারা ভালোভাবে তোমার কাছে পৌঁছে গেছে। নতুন বছরের শুভেচ্ছা।
  • আগের সব কষ্ট, করে ফেল নষ্ট। নতুন দিনে সবার প্রাণে, কেউ রেখনা দুঃখ মনে। শুভ হোক নতুন দিন, খুশী থাকো সারা দিন। হ্যাপি নিউ ইয়ার 2023
  • আগামী বছরটা যেন তোমার গত বছরের চেয়েও ভালো কাটে। সেই সমস্ত সুখ ও আনন্দ যা তুমি গত বছরে পাও নি, তা যেন এই বছরে পাও। হ্যাপি নিউ ইয়ার…
  • আজ দুঃখ ভোলার দিন, আজ মন হবে যে রঙিন, আজ প্রান খুলে শুধু গান হবে, আজ সুখ হবে সীমাহীন। তার একটিই কারণ। আজ বছরের প্রথম দিন।
  • ফুল ফুটেছে বনে বনে… ভাবছি তোমায় মনে মনে… বলছি তোমায় কানে কানে… শুভ নববর্ষ 2023
  • রাঙা আবির মেখে চোখে চোখে মনের কথা সে বলছে, নতুন সাজে সবার ঘরে বৈশাখ এসেছে। রং মেখে ললনা, হালে দুলে চলনা। এমন দিনে কেউ করোনা ছলনা।
  • রাতের শেষে মিষ্টি হেসে তাকাও চোখ খুলে… নতুন আলোয় নতুন ভোরে দুঃখ যাবে ভুলে। ঝিলমিলিয়ে হাসবে আবার, আধার হবে শেষ। এসে গেছে নতুন বছরের নতুন এসএমএস!! Happy New Year!!
  • আগামী বছরটা যেন তোমার গত বছরের চেয়েও ভালো কাটে… সেই সমস্ত সুখ ও আনন্দ যা তুমি গত বছরে পাও নি, তা যেন এই বছরে পাও.. নতুন বছরের শুভেচ্ছা
  • তুই কি শুনেছিস, 2022 চলে যাচ্ছে আর তার দাদা 2023 আসছে। জানার দরকার নেই তোর। শুনে রাখ হ্যাপী নিউ ইয়ার 2023.
  • মিস্টি হাসি, দুষ্টু চোখ। সবার সপ্ন সত্যি হোক। জানাই সবাই কে আরেক বার হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার 2023
  • বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। নতুন বছর এসেছে, তাকে যত্ন করে রেখো, স্বপ্ন গুলো সত্যি করে খুব ভাল থেকো।
  • আগামী বছরটি তোমার জীবনে যেন পৃথিবীর যাবতীয় খুশি নিয়ে আসে.. সুখে কাটুক তোমার আরো একটি বছর… হ্যাপী নিউ ইয়ার 2023
  • আমি মন থেকে কামনা করছি যে আমার সব বন্ধুরা যেন এই নতুন বছরটা সত্যিই খুব ভালো ভাবে কাটায়। কিন্তু, বন্ধুরা আমাকে যেন ভুলে যেও না।
  • আজ দুঃখ ভোলার দিন, আজ মন হবে যে রঙিন, আজ প্রান খুলে শুধু গান হবে, আজ সুখ হবে সীমাহীন। তার একটিই কারণ। আজ বছরের প্রথম দিন। হ্যাপি নিউ ইয়ার 2023
  • এটি সেই সময় যখন সবাই অতীতের কথা ভুলে আশা ভরসা নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে। হ্যাপী নিউ ইয়ার…
  • নতুন বছরের নতুন দিন, অল্প কিছু শুভেচ্ছা নিন। দুঃখ গুলো ঝেড়ে ফেলুন, নতুন কিছু স্বপ্নো গড়ুন। নতুন বছর নতুন আশা, রইলো কিছু ভালোবাসা।
  • তোমার চারপাশের সকল অন্ধকারকে দূর করো তোমার মিষ্টি হাসির উজ্জ্বলতায় এবং নতুন বছরে তোমার ভালো কর্ম ও পরিশ্রম দিয়ে প্রসারিত করো তোমার জীবনে সুখ আসার পথটাকে।
  • বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। নতুন বছর এসেছে, তাকে যত্ন করে রেখো, স্বপ্ন গুলো সত্যি করে খুব ভাল থেকো। হ্যাপি নিউ ইয়ার ২০২৩!!
  • নতুন করে এল আবার নতুন এক বছর, পুরোনো কে বিদায় দিয়ে, নতুনকে করতে হবে কদর। জীবনে আবার গড়তে হবে স্বপ্ন-সুখের ভালবাসার এক নগর। নতুন বছরের শুভেচ্ছা ২০২৩
  • নতুন আলো নতুন ভোর, আসল বছর কাটল প্রহর। অতিতের হলো মরণ, নতুন কে কর বরণ!! পুরনো সব স্মৃতি করে ফেল ইতি, তোমাকে জানাই, হ্যাপি নিউ ইয়ারের প্রিতি। হ্যাপি নিউ ইয়ার 2023!!
  • আমি বলব না যে তুমি সফল হও.. আমি বলব না যে তুমি সুখী হও.. আমি বলব যে নতুন বছরে তোমার যেন একটি সুন্দর চরিত্রগঠন হয়… যে চরিত্রবান হয় তার জীবন সবসময়ই সুখকর হয়… হ্যাপি নিউ ইয়ার 2023
  • লাইফ কে সুন্দর করো। মন কে ফ্রেশ করো। হৃদয়কে কে নরম করো। টাইম কে ইউস করো। লাভ কে মিস কর। বন্ধু কে এসএমএস করো। হ্যাপি নিউ ইয়ারকে ওয়েলকাম কর।
  • আজ দেখ নতুন সপ্ন, ভুলে যাও সব পুরনো কস্ট। আজ কর নতুন সব কল্পনা, ভুলে যাও সব পুরনো যন্ত্রনা। আজ থেকে শুরু হোক নতুন জীবন, সুখের হোক সবার প্রতিটি ক্ষণ। এই কামনা করি আমি সারাটা ক্ষণ।
  • দিনগুলি যেমনই হোক, যাবে ঠিকই কেটে। তবে বলো লাভটা কোথায় পুরনো স্মৃতি ঘেঁটে? সুখ-দুঃখ দিয়েই জীবন ওঠে গড়ে নতুন আশায় এগিয়ে চলো, বাঁচো নতুন করে। শুভ নববর্ষ 2023
  • একটা সম্পূর্ণ নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাকে ও তোমার পরিবারকে… হ্যাপী নিউ ইয়ার…
  • নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা… তুমি ও তোমার পরিবার যেন সকল সময়ে সুখী থাকো। হ্যাপি নিউ ইয়ার… 2023
  • নতুন বছরে সবসময় যেন তোমার মন ভরে থাকে অনেক অনেক আনন্দে… তোমার হাসি অক্ষয় হোক… হ্যাপি নিউ ইয়ার.. 2023
  • আমি খুব দুঃখিত তুমি আমাকে ভুলে যেও প্লিজ। কেন না আজকের পরে চিরকালের জন্যে তোমায় ছেড়ে যেতে হবে আমায়। ইতি তোমার পরম আপন 2023। নতুন বছরের শুভেচ্ছা।
  • নিশি অবশান প্রায় ঐ পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধূলিতলে জীর্ন জীবন করিলাম নত। হ্যাপি নিউ ইয়ার 2023
  • মুছে দিতে সকল গ্লানি, নতুন বছর আসছে জানি। সুখি ছিলে সুখি হও। আর শুভ হোক নতুন বছর ২০২৩। হ্যাপি নিউ ইয়ার।
  • যেটা তোমার পছন্দ সেটাই মন দিয়ে করো। শুধু খেয়াল রেখো যেন তাতে কারো ক্ষতি সাধিত না হয়। কাজ করে যাও মন দিয়ে। তাহলেই তোমার স্বপ্নগুলো নিজেই তোমার কাছে আসবে। হ্যাপী নিউ ইয়ার 2023
  • পুরনো বছরটা তোমার যতো খারাপই কাটুক না কেন, নতুন বছর তোমার জীবনে সব খুশী নিয়ে আসবে… শুভ নববর্ষ…
  • আগামী বছরটি তোমার জীবনে যেন পৃথিবীর যাবতীয় খুশি নিয়ে আসে…সুখে কাটুক তোমার আরো একটি বছর… হ্যাপী নিউ ইয়ার…
  • প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে মোরে আরো আরো আরো দাও প্রাণ তব ভুবনে, তব ভবনে মোরে আরো আরো আরো দাও স্থান… নতুন বছরের শুভেচ্ছা ২০২৩
  • স্বপ্ন সাজাও রঙের মেলায়, জীবন ভাষাও রঙিন ভেলায়। ফিরে চল মাটির টানে, নতুন সুরে নতুন গানে। নতুন আশা জাগাও প্রাণে, খুঁজে নাও বাচার মানে। সবাই কে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
  • দিন যদি চলে যায় দিগন্তের শেষে রাত যদি চলে যায় তারার দেশে ভেব না বন্ধু আমি থাকব তোমাদের পাশে।
  • পুরোনো যত হতাশা, দুঃখ,অবসাদ, নতুন বছরে সেগুলোকে করুক ধূলিস্যাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। নতুন বছরে তোমায় জানাই Happy new year 2023
  • নতুন বছরে বেশি করে ভুল করো.. কারণ যত বেশি তুমি ভুল করবে, তত বেশি তুমি শিখবে… হ্যাপী নিউ ইয়ার… 2023
  • নিশি যখন ভোর হবে। সুখ তারা নিভে যাবে, আসবে একটা নতুন দিন, দুঃখ হতাশা যাও ভুলে, হাসি আনন্দ নাও তুলে, বছরটা হোক অমলিন। হ্যাপি নিউ ইয়ার 2023
  • পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম। বন্ধু তুমি উড়ে দেখ পাবে সুখের ঘ্রান। পুরনো সব কষ্ট করে ফেল নষ্ট। নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর সমৃদ্ধি ময়। এই কামনায় তোমাই জানাই হ্যাপি নিউ ইয়ার।
  • লাইফ কে সুন্দর কর। মন কে ফ্রেশ কর। হৃদয়কে কে নরম কর। টাইম কে ইউস কর। লাভ কে মিস্স কর। বন্ধু কে এস এম এস কর। হ্যাপি নিউ ইয়ারকে ওয়েলকাম কর।
  • তিন জন লোক তোমার ফোন নম্বর চাইছিল। আমি দিইনি, কিন্তু ঠিকানাটা দিয়েই দিলাম। ওরা এই নববর্ষে তোমার বাড়ি যাচ্ছে। ওরা হলো সুখ, শান্তি আর সমৃদ্ধি! #হ্যাপিনিউইয়ার_২০২৩
  • নিউ ইয়ার দিচ্ছে উঁকি, আর মাত্র কিছুক্ষণ বাকি। গাছে গাছে উড়ছে পাখি, বন্ধু তোমাকে বলে রাখি। অগ্রীম হ্যাপি নিউ ইয়ার 2023
  • দিন যদি চলে যায় দিগন্তের শেষে, রাত যদি চলে যায় তারার দেশে ভেব না বন্ধু, আমি থাকব তোমাদের পাশে!!! Happy new year 2023
  • যেমনভাবে কুঁড়ি থেকে ফুল হয়ে সুন্দর সুবাস ছড়ায় একটা ফুল। তেমনিভাবে নতুন বছরের প্রতিটি দিন যেন তোমার জন্যে বয়ে আনে অনেক অনেক সারপ্রাইস হ্যাপী নিউ ইয়ার 2023
  • নতুন বছরের প্রতিটি দিন হবে সুখময় এমনটা আশা করা যায় না… সুখ-দুঃখ,সাফল্য-ব্যর্থতা,আশা-নিরাশা সব আসবে একে একে.. আমি প্রার্থনা করি ঈশ্বর যেন তোমাকে সবকিছু সহ্য করার ক্ষমতা প্রদান করে… হ্যাপী নিউ ইয়ার 2023
  • তোমার অভিজ্ঞতা ও বুদ্ধি দিয়ে নতুন বছরগুলিতে আসা সব বাঁধাকে কর জয় সাফল্য তোমার হাতের মুঠোয় ধরা দিক।
  • যেটুকু ভুল ছিল সুধরে নিব, না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাব, সবারে বাসবো ভাল, এ প্রত্যয়ে শুরু হোক নতুন বছর।
  • যেমন করে রাত কেটে গিয়ে সূর্যের আলো সুর করে দেয় রাতের কালো, তেমনি ভাবে খারাপ সবকিছুই শেষ হয় ভালোর গর্ভে গিয়ে। পুরনো বছরটা যতই খারাপ কাটুক, নতুন বছরটা আবার নতুন আশায় তোমাকে দেবে লড়ার শক্তি। যাতে পুরনো দুঃখগুলো এক এক করে সব দূরীভুত করতে পারো তুমি নিজের হাতে। শুভ নববর্ষ 2023

নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস ছবি

কিছু নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস ছবি আপনার জন্য নিচে দিলাম। ছবিগুলো দেখুন যে ছবিটি ভালো লাগে সেটি ডাউনলোড করে নিন এবং ছবিটি স্ট্যাটাস হিসাবে দিতে পারেন।

নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস ছবি ১

নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস ছবি ২

নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস ছবি ৩

নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস ছবি ৪

নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস ছবি ৫

শেষ কথা

নতুন বছরের দিন এইরকম আরও কিছু স্ট্যাটাস ফেসবুকে পোস্ট করে ফ্রেন্ড লিস্টের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে পারেন। আশা করছি আর্টিকেলে থাকা নতুন বছরের ফেসবুক স্ট্যাটাসগুলো আপনার ভালো লেগেছে। স্ট্যাটাসগুলো আপনার কেমন লেগেছে এই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন।

ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেলের জন্য।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.